বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

মুক্তি পেল ‘রাত্রির যাত্রী’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

নতুন বছরে ‘রাত্রির যাত্রী’ হয়ে প্রেক্ষাগৃহে এসেছেন ঢালিউড প্রিয়দর্শিনী মৌসুমী। শুক্রবার থেকে দেশের ১৬টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে এই রাত্রির যাত্রীকে। এতে মৌসুমীর সঙ্গে রয়েছেন দর্শকপ্রিয় অভিনতো আনিসুর রহমান মিলন। 

 

বিষয়টি ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, শুক্রবার থেকে ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রাত্রির যাত্রী’। হলগুলো হচ্ছে, ঢাকার স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার রাইফেল স্কায়র, অভীসার, জোনাকী, মুক্তা, শাহীন, এশিয়া, জিঞ্জিরা, পূরবী, চাদমহল, সঙ্গিতা-খুলনা, বিজিবি-সিলেট, চনদ্রীমা-শ্রীপুর. সিনেমা প্রেস- ঢাকা, মানষী-কিশোরগঞ্জ, বনানী-কুষ্টিয়া। 

 

 

বেশ কয়েক বছর ধরেই খারাপ সময় পার করছে ঢালিউড। গত বছরও সেই ধারাবাহিকতায় কেটেছে। এমনকি নতুন বছরের প্রথম মাসও ছিল না তার ব্যাতিক্রম। বছরের প্রথম মাসে মাত্র একটি দেশি চলচ্চিত্র মুক্তি পেলেও তা আলোচনায় আসতে পারেনি। তবে দ্বিতীয় মাসের মাঝে এসে দেশের চলচ্চিত্রের দেখা পাচ্ছেন দর্শক। 

শুক্রবার থেকে পেয়েছেন অন্যতম জনপ্রিয় নায়িকা মৌসুমীকে। তার সঙ্গে আছেন আরেক দর্শকপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। তাদের অভিনীত এই চলচ্চিত্রটি দর্শকদের হলমুখী করতে পারবে বলে আশাবাদী পরিচালক হাবিব।

 

‘রাত্রির যাত্রী’তে মৌসুমী ও আনিসুর রহমান মিলন ছাড়া আরো অভিনয় করেছেন, এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস, শহীদুল আলম সাচ্চু, সম্রাট, সালাউদ্দিন লাভলু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, শিমুল খান, রেবেকা রউফ, সোনিয়া হোসেন, আনন জামান, নায়লা নাঈম, সুজাত শিমুল, ইকবাল হোসেন, ম আ সালাম, আশরাফ কবির, কালা আজিজ, চিকন আলী প্রমুখ।