বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

খেলছেন ক্যাটরিনা, দলে নিতে চান প্রীতি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ক্যাটরিনা কাইফ। অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তার ভক্তদের হৃদয়। এ নায়িকা শুধু অভিনয়ই নয় নাচে পারদর্শী। এ কথা সকলের সবারই জানা। তবে এবার এমনই এক কাজ করে বসলেন নায়িকা যা দেখে অবাক হয়ে গেলো তার ভক্তকুল। কী সেই কাজ জানেন?

 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, ‘ভারত’ সিনেমার শেষ দিনের শ্যুটিংয়ের পরে ক্রিকেট খেললেন বলিউডের এই তারকা। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা।

শেয়ার করা ছবিতে, সিনেমার কলাকুশলীদের সঙ্গে ক্রিকেট খেলছেন ক্যাটরিনা। কালো টি-শার্ট ও জিন্স পরে ব্যাট করছেন নায়িকা। সেই ভিডিও পোস্ট করে ক্যাটরিনা ক্যাপশনে লিখেছেন, প্যাক আপ করার পরে ভারত-এর সেটে। বিশ্বকাপ সামনেই। আনুশকা, তুমি দলের অধিনায়কের সঙ্গে আমার বিষয়ে কিছু কথা বলতে পারো।

 

এদিকে, ক্যাটরিনার সেই খেলা দেখে প্রীতি জিনতা আইপিএলে নিজের দল কিংস ইলেভেন-এ খেলার প্রস্তাব দেনে ক্যাটরিনাকে।  কিংস ইলেভেন পঞ্জাবের মালিক জানিয়েছেন, ওয়াহ বেব, তোমাকে আমরা নিতে পারি। ক্যাটরিনা যার পালটা বলেছেন, প্লিজ প্রীতি, কাম অন। আমাকে খেলতে দাও।