বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

পোশাকে মিরর ওয়ার্ক!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

পোশাকে একটু ভিন্নতা আনতে আমরা নতুন ডিজাইন খুঁজি, সমসময়ই একই রকমের পোশাক-আশাক পরতেও ভালো লাগে না। আবার গরমে গর্জিয়াস লুক আনতে মোটা কাপড় পরা কষ্টকর। আজকাল তাই নতুনভাবে চলছে মিরর ওয়ার্কের ড্রেস। পাশাপাশি এটা ছোট কটি, কুর্তি, ফতুয়া এমন কি শাড়িতেই চলছে এর প্রভাব। তাই এই গরমে সুতি কাপড়েই মিরর ওয়ার্ক করছেন তরুণীরা।

 

কীভাবে করবেন?

১. চাইলে ঘরে বসেই করতে পারেন এই কাজ। প্রথমে ডিজাইন নিজের মতো করে স্কেল আর পেন্সিলের সাহায্যে এঁকে নিন। অথবা বাজারে বিভিন্ন ডিজাইন পাওয়া যায় কাপড়ের উপর আঁকার জন্য, সেসব কিনে নিতে পারেন। এরপর মিরর একটি একটি করে আঠা দিয়ে বসিয়ে নিজের মন মতো রঙিন সুতা দিয়ে সিলাই করে নিন। নিচে একটি ডিজাইন কয়েকটি ধাপের সাহায্যে দেখানো হলো

২. নিজে করতে না চাইলে রেডিমেড কিনে নিতে পারেন অথবা অর্ডার দিয়েও আজকাল অনেকেই বানিয়ে নিচ্ছেন। আপনিও বানিয়ে নিতে পারেন। কোথায় পাবেন এবং দামদরটা কেমন হবে? বিভিন্ন লেইসের দোকানে পাবেন যেকোনো সাইজ আর আকারের মিরর। মিররের লেইসও পাওয়া যায়। এসব দোকানে ১০০ টা মিরর ৫০ থেকে ৬০ টাকা করে বিক্রি করে। বড়গুলো ৮০ থেকে ১৫০ করে।

নিউমার্কেট আর গাউসিয়াতে মিরর ওয়ার্কের সালওয়ার কামিজ স্টিজ এবং আনস্টিজ দুটোই পাওয়া যায়। বিভিন্ন রঙের কাপড়ের উপর কাজ করা অথবা ভেজিটেবল ডাইং করার পর মিরর বসানো, আবার ব্লকের উপর করা মিরর ওয়ার্কের ড্রেস পাওয়া যায়।

ডিজাইন আর কাজ অনুযায়ী দাম পরবে ১২০০ থেকে ৩৫০০ টাকা সেট। শুধু কামিজ ৮০০ থেকে ১৫০০ টাকা। শুধু মিরর ওয়ার্কের ওড়না ৯০০ থেকে ১৫০০ গর্জিয়াস হলে ৩০০০ টাকার ওড়নাও আছে।

মিরর ওয়ার্কের রেডিমেড ব্লাউজ পাবেন গাউসিয়ার ২ তালায়। দাম পড়বে ৯০০ থেকে ৪০০০ টাকা। গোল কিংবা চারকোণা বিভিন্ন ডিজাইনের ছোট, বড় বা মাঝারী সাইজের মিরর বসানো রেডিমেড পোশাক পাবেন বসুন্ধরা, রাপা প্লাজা, সানরাইজ প্লাজাতে। দাম ১৫০০ থেকে ৫০০০ টাকা।

অনলাইনে বিভিন্ন পেইজেও এসব বেশ কেনাবেচা হচ্ছে এখন। অর্ডার করতে পারেন ঘরে বসেই। অর্ডার দিয়ে বানাতে চাইলে নিউমার্কেটের ২ এবং ৩ তলায় এসবের রমরমা কেনাবেচা চলে এখন। কারিগররা বিভিন্ন ডিজাইনের ভিত্তিতে অর্ডার নিয়ে থাকেন। ডিজাইন অনুযায়ী দামদর ৫০০ থেকে ২০০০ হয়। শাড়ি, ব্লাউজ, সালওয়ার কামিজ, ফতুয়া, কুরতি কিংবা কটিতে করে নিতে পারেন মিরর ওয়ার্ক।

কারিগরদের ডিজাইন দিয়ে দিলে তারা এক সপ্তাহের মধ্যে করে দেন। নিজের পছন্দের রঙ অনুযায়ী এখন কাপড় কিনে এসব পোশাক বানিয়ে ফেলতে পারেন সহজেই!