‘নির্বাচন নিয়ে বিএনপির মামলায় বিব্রত নয় আওয়ামী লীগ’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি যে মামলা করেছে তাতে আওয়ামী লীগ বিব্রত নয়।
শুক্রবার সকালে ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, এর জবাব নির্বাচন কমিশন আর ট্রাইব্যুনাল দেবে। এছাড়া জামায়াত যদি নতুন নামে রাজনীতিতে আসে সেইসঙ্গে জাতির কাছে ক্ষমা চায় তাহলে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তাদেরক রাজনীতিতে স্বাগত জানাবে কি না।
তবে এরই মধ্যে জামায়াতের নবীন-প্রবীণদের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ভবিষ্যতে রাজনীতিতে থাকবে কিনা সিদ্ধান্তহীনতায় আছে বলেও জানান ওবায়দুল কাদের।
এদিকে উপজলো নির্বাচনে বিএনপি অংশ না নিলেও তাদের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রস্ততি নিচ্ছে বলে আওয়ামী লীগের কাছে তথ্য আছে বলেও জানান তিনি। এ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও দুএকটি আসন বাদে সবগুলোতে প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন হবে বলে আশা করেন তিনি।
