মিঠুনের অর্ধশতকে বাংলাদেশের সংগ্রহ ২২৬
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে বাঁচা-মরার লড়াইয়ে পুরো ৫০ ওভার খেলতেই পারল না টাইগাররা। ওপেনিং জুটি থেকে শুরু করে টপ অর্ডার- পুরো ব্যাটিং লাইন-আপই কিউই বোলারদের কাছে পরাস্ত। ব্যর্থতার শিবিরে কেবল সোজা হয়ে দাঁড়ালেন মোহাম্মদ মিঠুন। ৬৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে কিছুটা ভরসার জায়গা তৈরি করে দিয়েছেন বাংলাদেশের জন্য। যার উপর ভর করে ৪৯ ওভার ৪ বলে ২২৬ রানে পৌঁছায় বাংলাদেশ।
নেপিয়ারের ম্যাচের পর এখন আবারো ২২৭ রানের একটি সহজ জয়ের টার্গেট নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬ ওভার ৪ বলে ৪৩ রান।
এর আগে ম্যাচের শুরুতে টসে হেরেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ফলে টস জয়ী নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
ব্যাটে নেমে কিউই বোলারদের সামনে দলের আর কেউ সুবিধা করতে না পারলেও মোহাম্মদ মিঠুন ঠিকই তার আসল কাজটি করে দিয়েছেন। টাইগারদের সবাই যেখানে পরাস্ত-ধরাশায়ী, সেখানে তিনি খেলেছেন ৫৭ রানের অনবদ্য ইনিংস। এর মাধ্যমে তিনি ওয়ানডেতে চতুর্থবারের মতো অর্ধশতকের দেখা পান তিনি। তবে দুঃসময়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন নিজের সাধ্য অনুযায়ী। অবশেষে টড অ্যাস্টলের কাছে হলেন পরাস্ত।
শনিবার ক্রাইস্টচার্চের এ ম্যাচটিতে ৬৯ বলে মিঠুন সংগ্রহ করেছেন ৫৭ রান। ১টি ছক্কা ও ৭টি চারের মাধ্যমে সাজিয়েছেন তার ইনিংস। যাতে তার স্ট্রাইক রেট দাঁড়িয়েছে ৮২.৬১।
ম্যাচে এর আগে শুরুতে ওপেনিংয়ে মাঠে নামেন লিটন দাস ও তামিম ইকবাল। ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হয়ে সাঁজঘরে ফেরেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ২৮ বল খেলে তামিম করেন ৫ রান। এর আগে লিটন দাস ৪ বল খেলে করেন মাত্র ১ রান। সৌম্য সরকার করেন ২২ রান (২৩ বলে), মুশফিক ২৪ রান (৩৬ বলে) ও মাহমুদউল্লাহ ৭ রান (৮ বলে), সাব্বির রহমান ৪৩ (৬৫ বলে), মেহেদি হাসান মিরাজ ১৬ রান (২০ বলে), মোহাম্মদ সাইফুদ্দীন ১০ রান (১৫ বলে), মাশরাফী বিন মোর্ত্তজা ১৩ রান (১৮ বলে) এবং মোস্তাফিজুর রহমান ৫ রান (১২ বল খেলে অপরাজিত)।
এদিকে, কিউই বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৩টি উইকেট নেন লকি ফার্গুসন। এরপর দুটি করে নেন টড অ্যাস্টল ও জিমি নিশাম। আর একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম।
টাইগারদের কাছে সিরিজ বাঁচানোর এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটা বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই।
নেপিয়ার পর্বে নিউজিল্যান্ড সফরের শুরুটা ভালো হয়নি টাইগারদের। সিরিজের প্রথম ওয়ানডেতে মাশরাফীর দলকে হেসে-খেলে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচটা তারা জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
ওই ইনিংসে প্রথমে ব্যাট করে ২৩২ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে মার্টিন গাপটিলের হার না মানা সেঞ্চুরিতে ৩৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় কিউইরা।
এমনিতেই নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন। তার ওপর চোটের কারণে এই সফরে নেই বাংলাদেশ দলের প্রাণভোমরা সাকিব আল হাসান। এখন দেখার পালা, কোমরভাঙা এই ম্যাচটিকে সতীর্থ বোলাররা কত দূর এগিয়ে নিয়ে যান।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, টড অ্যাস্টল, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।