শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ আজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
কক্সবাজারের উখিয়া-টেকনাফের শতাধিক ইয়াবা ব্যবসায়ী আজ শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করবেন।
টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে প্রতীকী ইয়াবা ট্যাবলট ও অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন তারা। এদের মধ্যে অন্তত ৩৫ জন গডফাদার। তাদের মধ্যে রয়েছেন- আবদুল আমিন, আবদুর শুক্কুর, মোহাম্মদ সফিক ও মোহাম্মদ ফয়সাল, সাহেদুর রহমান নিপু এবং শাহেদ কামাল, টেকনাফ সদরের এনামুল হক, ছৈয়দ হোসেন, শাহ আলম, আবদুর রহমান, মোজাম্মেল হক, জোবাইর হোসেন, নূরল বশর নুরশাদ, কামরুল হাসান রাসেল, জিয়াউর রহমান, মোহাম্মদ নুরুল কবির, মারুফ বিন খলিল ওরফে বাবু, মোহাম্মদ ইউনুছ, ছৈয়দ আহমদ, রেজাউল করিম, নুরুল হুদা, দিদার মিয়া, জামাল হোসেন, মোহাম্মদ শামসু প্রমুখ।
জানা গেছে, আত্মসমর্পণের পরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে। যেহেতু স্বেচ্ছায় তারা আত্মসমর্পণে রাজি হয়েছেন, ফলে সরকারের পক্ষ থেকে তাদের বিভিন্ন ধরনের সহায়তা দেয়া হবে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, আত্মসমর্পণ অনুষ্ঠানের মঞ্চসহ সব প্রস্তুতি শেষ হয়েছে। তবে এখনও যেসব ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেনি, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
