বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সজল-সারিকার ‘তুই কে আমার’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

বৃদ্ধ বয়সে হঠাৎ দেখায় সাবা আর আবির দুজন থমকে দাঁড়ায়। কেউ কোন কথা বলতে পারে না। সাবা আর আবির দুজন  ইউনিভার্সিটির বন্ধু ছিল। শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তারা। তাদের মাঝে ছিল এক ভালোবাসার বন্ধন। 

 

আবির ছিল একটু খামখেয়ালি। সাবা আবিরকে বিয়ে করতে চায় কিন্তু আবির রাজি না। সাবা তাকে অনেকভাবে বুঝাতে চেষ্টা করে শেষ পর্যন্ত কোন কাজ হয়নি। সেই থেকে কথা বন্ধ করে রেখে এত বছর পর মুখোমুখি হয়েও কেউ কোন কথা বলে না। এমনই গল্পে নিয়ে নির্মিত হয়েছে খন্ড নাটক ‘তুই কে আমার’। 

এ নাটকে সাবা চরিত্র অভিনয় করেছেন সারিকা। আর আবির চরিত্রে অভিনয় করেছেন সজল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম। 

 

নির্মাতা শামীম জানান, শনিবার রাত ৯ টায় এটিএন বাংলায় প্রচারিত হবে ভালোবাসা দিবসের অনুষ্ঠানমালার বিশেষ নাটক ‘তুই কে আমার’। 

সারিকা সজল ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন রিপন, সুমন, পাপড়ি প্রমূখ।