উর্মিলার একদিন ভালো থাকি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার
শহরের দু’জন হতাশাগ্রস্ত যুবক ও যুবতী। পুরো মাসই তারা অশান্তিতে থাকেন।
হঠাৎ করে একদিন তাদের দেখা হয়। নিজেদের দুঃখের কথা একে অন্যের সঙ্গে ভাগাভাগি করেন।
দিনটি ভালো কাটে তাদের। এক পর্যায়ে দু’জনেই অনুভব করে, এই একদিনের মতো প্রতিটি দিনই তারা ভালো থাকতে পারেন। এই ভাবনা থেকে দু’জনের কাছে আসা এবং ভালোলাগা।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘একদিন ভালো থাকি’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল।
এ নাটকে সেই হতাশাগ্রস্ত যুবতীর চরিত্রে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। তার সঙ্গে রয়েছেন শ্যামল মাওলা।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘নাটকের গল্প সমসাময়িক। এখনকার বেশিরভাগ তরুণই হতাশায় নিমজ্জিত। তারা কী করবে সেটাই ঠিক করে উঠতে পারে না। এ নাটকে সেটারই প্রতিফলন ঘটেছে। অভিনয় করে ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন দীপক কর্মকার, বৈদ্যনাথ সাহা প্রমুখ। এটি আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।
