জীবনে প্রচুর প্রেম করেছি তো, মনে থাকে না...
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
১৪ ফেব্রুয়ারি পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। আর এ দিন প্রেমিক-প্রেমিকা সময় কাটিয়েছেন নিজেদের মতো করে। মুদ্রার উল্টো পিঠের মতো কেউ কেউ আবার এই দিনকে বর্জনও করেছেন। তবে তারকা জগতের প্রায় প্রত্যেকেই দিনটি উদযাপন করেছেন নিজেদের মতো করে।
নিজেদের প্রেমের গল্প, ছবি শেয়ার করে অনেকেই। যেমন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। কলকাতার একটি শীর্ষ পত্রিকায় নিজের প্রেমের গল্পটি শেয়ার করেছেন।
তিনি বলেছেন, আসলে ভালোবাসাটা সেলিব্রেট করা দরকার প্রতিদিন, প্রতি মুহূর্তে। যে কোনো ভালোবাসাই যত্ন করে আগলে রাখা উচিত। আর যদি একটা বিশেষ দিনে আমরা সেলিব্রেট করি, তাতেই বা অসুবিধা কোথায়? যত দিন যাচ্ছে আমরা প্রত্যেকে এত ব্যস্ত হয়ে পড়ছি, সে কারণেই ভালবাসার সেলিব্রেশনটা জরুরি। বন্ধু, বাবা-মা, কাপল- সকলের সেলিব্রেট করা উচিত।
তিনি আরো বলেন, আমার ভ্যালেন্টাইস ডে নিয়ে আলাদা কোনো প্ল্যান নেই। অতনুদার ছবি ‘বিনি সুতা’র শুটিং করব। স্কুল-কলেজে অবশ্য ভ্যালেন্টাইনস ডে প্রেমিকদের সঙ্গে কাটিয়েছি। এমনো হয়েছে ভ্যালেন্টাইনস ডের ঠিক আগেই ব্রেকআপ হয়েছে। ফলে সে বছর আর প্রেমিকের সঙ্গে কাটানো হয়নি। আসলে জীবনে প্রচুর প্রেম করেছি তো, মনে থাকে না। হা হা হা... ।
