রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

ইজতেমায় সিলিন্ডার বিস্ফোরণ আতঙ্ক, ছুটাছুটিতে আহত ৭

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

বিশ্ব ইজতেমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দৌড়াদৌড়িতে সাত মুসুল্লি আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া জানান, বিশ্ব ইজতেমা ময়দানে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের চুলা থেকে শব্দ হয়। এ সময় আশপাশে থাকা মুসুল্লিরা ছুটাছুটি শুরু করে। এতে পড়ে গিয়ে সাত মুসুল্লি সামান্য আহত হয়েছেন।