গার্মেন্টস কর্মী সারিকা!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার
নাটকে আবার সরব জনপ্রিয় মডেল অভিনেত্রী সারিকা। কিছু দিন আগে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।
পরবর্তী সময়ে অভিনয় শিল্পী সংঘের কাছেও ক্ষমা চান তিনি।
ফলে সংগঠন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা কাটিয়ে ‘ব্রেকিং নিউজ’ নামের নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে আসছেন এ মডেল ও অভিনেত্রী।
তবে এর মাঝে ইউটিউবে দেখা দিলেন সারিকা। হয়েছেন একজন পোশাক শ্রমিক। ‘সেলাই দিদিমণি’ নামের একটি টেলিফিল্মে মুখ্য ভূমিকায় দেখা গেছে তাকে।
টেলিভিশন চ্যানেলের জন্য নয়, ইউটিউবের জন্য নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যের এ নাটকটি।
ইতিমধ্যে বিজয় দিবসে ‘সেলাই দিদিমণি’ টেলিফিল্মটি ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
এ টেলিফিল্মে তার সহশিল্পী হিসেবে আছেন ইরফান সাজ্জাদ। ছবিটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ।
ছবির গল্প প্রসঙ্গে সারিকা বলেন, ‘একজন নারীকে গার্মেন্টসে কাজ করতে গেলে যেসব প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়, এই টেলিফিল্মে মূলত সে বিষয়টিই তুলে ধরা হয়েছে। গল্পে দারুণ একটি মেসেজ আছে।’
প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, দেশের বাইরে বা দেশেও আমাদের পোশাক শিল্প নিয়ে যে ভুল ধারণা আছে, তা তুলে ধরা হয়েছে এই নাটকে।
মূলত কর্মী ও মালিক যে একই পরিবার, সেটিই দেখানো হয়েছে এ স্বল্পদৈঘ্যের নাটকটিতে।
