ভুয়া প্রেমের নতুন ফাঁদ অনলাইনে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

অনলাইনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকেই। কারণ, সাম্প্রতিক সময়ে অর্থ হাতিয়ে নিতে ভুয়া প্রেমের ফাঁদ পেতে অনলাইনে ওঁত পেতে আছে সাইবার দুর্বৃত্তের দল।
এমন প্রেমের ফাঁদে ফেলতে ‘স্কারলেট উইডো’ নামের একটি স্ক্যাম দল সম্প্রতি বেশ সচল রয়েছে। এটি মূলত নাইজেরিয়াভিত্তিক রোমান্স স্ক্যাম পরিচালনাকারী একটি সাইবার দুর্বৃত্তের দল। তারা অনলাইনে একাকী, প্রেমে উৎসাহী এমন ঝুঁকিপূর্ণ মানুষকে লক্ষ্য করে প্রেমের জাল পাতে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন ডেটিং বা অনলাইনে সম্পর্কের ক্ষেত্রে অপরপক্ষের অ্যাকাউন্টটি প্রকৃত অ্যাকাউন্ট কি-না, তা যাচাই করতে ভুলবেন না। না হলে চরম বিপদে পড়তে পারেন।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আগারি ডেটা ইনকরপোরেশন সম্প্রতি ‘স্কারলেট উইডো’ স্ক্যাম দলটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে ওই গ্রুপের সদস্যদের অনলাইন ফাঁদ সম্পর্কে তথ্য উঠে এসেছে। গতকাল ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ওই প্রতিবেদন প্রকাশ করে আগারি।
মূলত অনেক ডেটিং সাইট ও অ্যাপে স্কারলেট উইডোর সদস্যদের অ্যাকাউন্ট থাকে। এর বাইরে একাকী, সম্পর্ক ভেঙে যাওয়া ব্যক্তি, শারীরিকভাবে অক্ষম ব্যক্তির মতো বিশেষ ব্যক্তিদের জন্য তৈরি সাইটেও তারা অ্যাকাউন্ট খুলে রাখে। ২০১৫ সাল থেকে এ কার্যক্রম শুরু করে ওই দলটির সদস্যরা। ওই অ্যাকাউন্টগুলো বিশ্বাসযোগ্য করে তোলে।
প্রেমের ফাঁদে ফেলার জন্য তারা নানা উপায় বের করে। বেশি প্রশ্ন করতে দেয় না, নানাভাবে ভুলিয়ে রাখে। অনেক সময় নিজেদের যুক্তরাষ্ট্র বা উন্নত কোনো দেশের নাগরিক বলে পরিচয় দেয়। একবার কাউকে ভোলাতে পারলে নানা উপায়ে অর্থ চেয়ে বসে। কখনো ভ্রমণের খরচ দেয়ার কথা বলে তো কখনো কেনাকাটার খরচের কথা বলে।