নিজের বাড়িতে সারা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
সারা আলি খান এই মুহূর্তে বি-টাউনের নতুন আলোচিত অভিনেত্রী। ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ দু’দুটি ছবিতে নিজের অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে সকলকে চমকে দিয়েছেন সারা। তাই সারাকে নিয়ে যেকোনো খবরই শিরোনামে চলে আসে।
সম্প্রতি নিজের ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোন্ট করেছেন সারা আলি খান। যেখানে নিজের নতুন বাসার একটি পোস্ট করেছেন এ স্টার কিড।
এর আগে সোশ্যাল মিডিয়ায় সারার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সারা কার্টুনে ভরে বাড়ির নানান জিনিস পত্র, একটি গাছ, সহ নানান জিনিস গাড়িতে তুলছেন। আর গাড়ির সামনে সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছেন সইফ-অমৃতা কন্যা।
প্রসঙ্গত, বি-টাউনে এমন অনেকই রয়েছেন কেরিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার পর বাড়ি ছেড়ে নিজেরা নিজেদের মতো করে থাকা শুরু করেছেন। এই তালিকায় আলিয়া ভাট, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান সহ অনেকেই রয়েছেন। তবে সারা আলি খান ‘মামাজ’ গার্ল বলেই বি-টাউনে পরিচিত, সেই সারা অমৃতার বাড়ি ছেড়ে কোথায় চললেন? সেই প্রশ্ন তাই উঠছেই।
