শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

গাজরের এসব উপকারিতা জানলে খেতে ভুলবেন না!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

গাজর অনেকেই কাচা আবার রান্না করে খেয়ে থাকেন। তবে সালাদ হিসেবেও গাজর ব্যবহৃত হয়। শীতকালের নিয়মিত সবজির মধ্যে অন্যতম একটি হলো গাজর। নিয়মিত গাজর খেলে মুক্ত থাকা যায় নানান ধরণের রোগ থেকে। চলুন তবে জেনে নিন গাজরের নানা উপকারিতা- 

গাজরে আছে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন। শরীরের টক্সিন দূরে রাখতে গাজরের জুড়ি নেই। এছাড়া গাজরের ভেতর ভিটামিট এ থাকায় নিয়মিত একটি গাজর দৃষ্টিশক্তি ভালো রাখতেও সহায়তা করে। গাজরে থাকা অ্যান্টি অক্সাইড ত্বকের জন্য উপকারি। নিয়মিত গাজর খেলে মুখে বয়সের ছাপ পড়ে দেরিতে। ত্বকের বলিরেখা দূর করতে প্রতিদিন গাজর পেস্ট করে ব্যবহার করতে পারেন। প্রতিদিন গাজর খেলে মুখের দূর্গন্ধ দূর হবে। এছাড়াও গাজর দাঁত মজবুত করা-সহ মুখের ভেতরের নানান সমস্যা মোকাবিলা করে।