শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

‘লাভ স্প্রে’, পুরুষের গায়ে মাখলেই আকৃষ্ট হবে নারীরা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

কাঙ্ক্ষিত মহিলাকে কাছে পাওয়ার জন্য পুরুষদের হাজারো কসরত করার দিন শেষ। এবার থেকে সামান্য একটা স্প্রে গায়ে মেখেই পুরুষরা যে কোনো মহিলাকে বশ করতে পারবেন। অন্তত এমনটাই দাবি জার্মানির বন ইউনিভার্সিটির গবেষকদের। 

বন ইউনিভার্সিটির গবেষকরা ‘লাভ স্প্রে’ নামের একটি বিশেষ সুগন্ধী স্প্রে আবিষ্কার করেছেন, যেটি যে পুরুষ গায়ে মাখলে তার প্রতি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন তার আশেপাশে থাকা নারীরা। 

কেন, কী এমন রয়েছে এই স্প্রে-তে? বিজ্ঞানীরা বলছেন, এই বিশেষ সুগন্ধী তৈরি করা হয়েছে অক্সিটোসিন হরমোনের সিন্থেটিক নির্যাস দিয়ে। এই অক্সিটোসিন হরমোনই মানবশরীরে প্রেম ও কামের জন্ম দেয়। ফলে বিজ্ঞানীরা এই হরমোনকে কাজে লাগিয়েই তৈরি করেছেন একটি বিশেষ কৃত্রিম রাসায়নিক, যার নাম দেওয়া হয়েছে সিনটোসিন। এই রাসায়নিকই নাকি পুরুষদের প্রতি মহিলাদের আকর্ষণ করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে।

 

গবেষকরা বলছেন, এই সুগন্ধী একজন পুরুষ মাখলে, সেই গন্ধ যে সমস্ত মহিলার নাকে পৌঁছবে, তারা ওই পুরুষের প্রতি মানসিক ও শারীরিক আকর্ষণ অনুভব করবেন। 

শুধু কি পুরুষদের জন্যই কাজ করবে এই স্প্রে, নাকি মহিলারাও লাভ স্প্রে-র সাহায্যে জিতে নিতে পারবেন নিজের প্রিয় পুরুষের হৃদয়? বন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বক্তব্য, প্রাথমিকভাবে পুরুষদের ব্যবহারের কথা ভেবেই বানানো হয়েছে এই স্প্রে। ভবিষ্যতে মহিলাদের ব্যবহার্য সংস্করণও প্রকাশ পেতে পারে স্প্রে-টির।