শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

নতুন চুল গজাবে যেভাবে...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

চুল পড়া নিয়ে প্রায় সকলেই দুশ্চিন্তায় থাকেন! কারণ চুল মানুষের দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করে। চুল না থাকলে অনেক পুরুষ মাথায় ক্যাপ পরেন। ক্যাপ দিয়ে অনেক ক্ষেত্রে রক্ষা পান। তবে নারীদের জন্য ঘন কালো রেশমি চুলের বিকল্প নেই। নারীদের সৌন্দর্যের অন্যতম নিদর্শন হচ্ছে চুল। তাই চুল ঝরে পড়া ও নতুন চুল যেন গজায় তার জন্য কিছু প্রাকৃতিক উপাদান আপনি ব্যবহার করতে পারেন। জেনে নিন কৌশল-

কেন চুল পড়ে? চুল পড়ার অনেক কারণ রয়েছে। তবে অন্যতম কারণ অপুষ্টি। এছাড়া শরীরিকভাবে আপনি অসুস্থ থাকলেও চুল পড়তে পারে। ত্বকের ডারমিস স্তরে হেয়ার ফলিকল ও অজস্র রক্তবাহী নালিকা। এর চুলে পুষ্টি বহন করে। আমরা যে খাবার খাই তা থেকে পুষ্টি আসে। তাই সুষম না খেলে চুলে সঠিকভাবে পুষ্টি পৌঁছায় না। ফলে চুল পড়ে। এছাড়া অনিয়ম খাবার, লো প্রোটিন ডায়েট, আয়রন ডেফিশিয়েন্সিও চুল পরার কারণ। আসুন জেনে নিই চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে কীভাবে পেঁয়াজ, আমলকী, মেথি, কালিজিরা।

১. নারকেল তেল চুলায় অল্প আঁচে সামান্য গরম করে আমলকীর রস দিয়ে চুলে লাগান।
২. কালিজিরার তেল অথবা কাঁচা কালিজিরা নারিকেল তেলে দিয়ে ব্যবহার করতে পারেন।
৩. মেথি বেটে মেহেদির সঙ্গে চুলের গোড়ায় লাগান।
৪. নিয়মিত চুল পরিষ্কার করতে হবে। চুলে ধুলোবালি গেলেও পরিষ্কার না করলে চুল পড়ে।
৫. কাঁচা পেঁয়াজ বেটে রস করে মাথার তালুতে লাগালে নতুন চুল গজায়।
৬. ভিনেগার, আদার রস, পেঁয়াজের রস, জবাফুল বাটা মিশিয়ে লাগালে খুশকি দূর হয়।
এছাড়া নিজের ব্যবহার করা চিরুনি, তোয়ালে অন্য কাউকে দেবেন না এবং কখনো ভেজা চুলে রাস্তায় বেরোবেন না।