শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

লাল লিপস্টিকের ব্যবহার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

নারীর লাল রঙা ঠোঁটের ঝিলিক যেন সব সাজকেই তাচ্ছিল্য করে! লাল রঙের লিপস্টিক পছন্দ করে না এমন নারী খুঁজে পাওয়া কঠিন। আর উৎসবগুলোতে একটি গর্জিয়াশ লুক আনতে এর জুড়ি নেই। লাল রঙা লিপস্টিক সব ধরনের ত্বকের সঙ্গেই মানিয়ে যায়। ব্রাইট বা ডার্ক যেই রঙই হোক না কেন লাল লিপস্টিকে সব মেয়েদেরই সুন্দর লাগে। আর এটি এমন একটি রঙ যা ঠোঁটে দিলে আপনার ভারি মেকআপেরও প্রয়োজন হবে না। তবে লাল লিপস্টিক সব ত্বকের সঙ্গে মানালেও সব পোশাকের সঙ্গে মানায় না। তবে জেনে নিন কোন কোন রঙের  পোশাকের সঙ্গে লাল লিপস্টিক ব্যকহার করবেন-

কালো পোশাক: কালো পোশাকের সঙ্গে প্রথমেই বেছে নিতে পারেন লাল লিপস্টিক। এতে যেমন স্টাইলিশ লাগবে তেমনি অল্প সাজেই পেয়ে যাবেন পছন্দের লুক।

 

সাদা পোশাক: রঙের মধ্যে সাদা সবচেয়ে স্নিগ্ধ। অনেক সময় যেকোনো অনুষ্ঠানে তাই এটি হালকা মনে হয়। তাই সাদা পোশাকের সঙ্গে ব্যবহার করুন লাল লিপস্টিক। শীতকাল হোক বা গ্রীষ্মকাল সাদা পোশাকের সঙ্গ মানানসই লাল লিপস্টিক।

রূপালি বা মেটালিক পোশাক: এই রঙ দু’টি এখন হালের তরুণীদের কাছে বেশ প্রিয়। এই ধরনের পোশাকের সঙ্গেও লাল রঙের লিপস্টিক অসাধারণ দেখাবে আর ভারি মেকআপের প্রয়োজন হবে না।

অ্যাশ রঙের পোশাক: সব ঋতুতেই এই রঙের পোশাক ভাল লাগে। আর যদি তার সঙ্গে গাঢ় লুক চান তবে ব্যবহার করতে পারেন লাল রঙের লিপস্টিক। যেকোনো ধরনের অনুষ্ঠানে এই রঙের পোশাকের সঙ্গে এটি মানানসই।