ভ্যালেন্টাইনস ডে-তে রাজ-শুভশ্রীরৃ অন্তরঙ্গ ছবি ভাইরাল!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
বিয়ের পরে এই প্রথম ভ্যালেন্টাইনস ডে টলিপাড়ার তারকা জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু প্রথম ভ্যালেন্টাইনস ডে-টাই একসঙ্গে কাটাতে পারলেন না তারকা জুটি।
এই মুহূর্তে ছবির শ্যুটিংয়ের জন্য লন্ডনে গিয়েছেন রাজ চক্রবর্তী। কিন্তু একসঙ্গে নেই বলে কি এই বিশেষ দিনে প্রেমের জোয়ারে ভাসবেন না রাজ-শুভশ্রী? তাই ভৌগোলিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন শুভশ্রী রাজের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেন।
ক্যাপশনে শুভশ্রী লেখেন, মিসিং ইউ মাই লাভ। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের এই ছবি ভাইরাল হতেই তাদের ভক্তরা শুভেচ্ছা বার্তায় তাদের ভরিয়ে দেন।
প্রসঙ্গত, বিয়ের পর থেকে প্রায় প্রতিটি উৎসবে ও বিশেষ দিনেই একসঙ্গে সময় কাটান রাজ-শুভশ্রী। এই উৎসবের তালিকা থেকে বাদ গেল ভ্যালেন্টাইনস ডে। তবে লন্ডন থেকে শুভশ্রীর জন্য যে রাজ সারপ্রাইজ গিফট নিয়ে আসবেন তা আশাই করা যায়। তেমনই ঘরে ফিরলে রাজের জন্যও যে শুভশ্রী বিশেষ পরিকল্পনা করে রাখবেন তা বলাই বাহুল্য।
