শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন প্রসঙ্গে যা বললেন অপু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

গুণী চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন না ফেরার দেশে চলে যাওয়াতে একজন অভিভাবক হারিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

তিনি বলেন, নিঃসন্দেহে আমজাদ আংকেল গুণী শিল্পীদের একজন। বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। তিনি আমার বাবার মতো ছিলেন।

আমজাদ হোসেনের ‘কাল সকালে’ শিরোনামের সিনেমার মাধ্যমেই রুপালি পর্দায় তার অভিষেক ঘটে সে কথাও জানান অপু বিশ্বাস।

স্মৃতিচারণ করতে গিয়ে অপু জানান, ওই ছবির জন্য শ্রদ্ধেয় আমজাদ আংকেল চিত্রনায়িকা শাবনূরের বান্ধবীর চরিত্রে হিন্দু ও ভারতীয় ছাপ রয়েছে এমন লুকের কাউকে খুঁজছিলেন।

সে চরিত্রে তিনি আমাকে পছন্দ করেছিলেন। ছবিটির শুটিংয়ের সময় আমজাদ আংকেল আমাকে বলেছিলেন- ‘তুই অনেক বড় হতে পারবি।’

অপু বলেন, ব্লকবাস্টার হিট ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আংকেলকে ফোন করে বিষয়টি জানাই।

সেদিন তিনি খুব খুশি হয়েছিলেন। তার আশীর্বাদ নিয়েই কাজ শুরু করেছি আমি।

প্রসঙ্গত খুব ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। গত ৭ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না-২০১৮’ তে বিশেষ দূত হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন তিনি।

সেই উৎসবে তাকে বিশেষ সম্মাননা দুই বাংলা মৈত্রী পুরস্কার দেয়া হয়।

জানা গেছে, দেশে ফিরে নতুন একটি বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি

এর মধ্যে টালিউড ছবি ‘শর্টকাট’ ও ঢাকাই ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ এর কাজ শেষ করে নতুন কয়েকটি সিনেমায় কাজ করার কথা চলছে তার।