বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘বদলা’ নেবেন অমিতাভ, সঙ্গে তাপসী...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নু। অনস্ক্রিন এই দুই অভিনেতাকে দর্শক দেখেছেন ২০১৬-এ ‘পিঙ্ক’ ছবিতে। এবার ফের একসঙ্গে কাজ করেছেন তারা। সৌজন্যে আসন্ন ছবি ‘বদলা’। সদ্য মুক্তি পেল এই ছবির ট্রেলার।

ট্রেলার মুক্তির আগে টুইটে অমিতাভ বচ্চনকে উদ্দেশ্য করে শাহরুখ লেখেন, আমি আপনার থেকে বদলা নিতে আসছি। তৈরি থাকুন...। একটি ক্যামিও চরিত্রে এই ছবিতে শাহরুখকেও দেখা যেতে পারে বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে। যদিও এ নিয়ে প্রকাশ্যে এখন পর্যন্ত কেউ মুখ খোলেননি।

স্প্যানিশ ছবি ‘দ্য ইনভিজিবেল গেস্ট’-এর হিন্দি রিমেক ‘বদলা’। শাহরুখ খানের কোম্পানি ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ এই ছবির সহ প্রযোজনা করেছে। সুজয় ঘোষ এই ছবির পরিচালনার দায়িত্বে।

 

তিনি সাংবাদিকদের বলেন, শাহরুখ এই ছবির প্রযোজনায় যুক্ত হওয়ার পর আমার উত্সাহ দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি এর থেকে ভাল টিম পেতাম না। এখন শুধু কাজের সময়। সব কিছু ঠিক থাকলে আগামী ৮ মার্চ মুক্তি পাবে এই ছবি