বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘ফাইনাল’ শ্রদ্ধা কাপুর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুর। জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ‘বাঘি’ ছবিতে। এরপরে ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় কিস্তিতে দেখা যায়নি তাকে। 

এদিকে, ‘বাঘি’ এর তৃতীয় কিস্তি করার ঘোষণা দিলেও কে হবেন এ ছবির নায়িকা তা দিয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়। অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো ছবির নায়িকার নাম।

‘বাঘি-৩’ ছবিতে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে শ্রদ্ধা কাপুরকে। ছবিটিতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। দুই বছর পর তারা আবারো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

 

এ ব্যাপারে শ্রদ্ধা কাপুর বলেন, আমি ‘বাঘি’ পরিবারে আবারো কাজ করতে পেরে আনন্দিত। ‘বাঘি’তে কাজ করার সময়কার মজার কিছু স্মৃতি এখনো আমার মনে পড়ে। ‘বাঘি থ্রি’তে কাজ করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।

আহমেদ খান পরিচালিত ‘বাঘি থ্রি’ মুক্তি পাবে ২০২০ সালের মার্চ মাসে। এর আগে ‘বাঘি’তে (২০১৬) শ্রদ্ধা কাপুর ও ‘বাঘি টু’তে (২০১৮) দিশা পাটানি টাইগারের বিপরীতে অভিনয় করেছেন।