ধার করে চলেন দীপিকা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
বিয়ে করেছেন প্রায় তিন মাস। খুনসুটি, হাসি মজায় বেশ আনন্দেই দিন পার করছেন দীপিকা এবং রণবীর সিং। কিন্তু দীপিকার মতো অভিনেত্রীর ধার করার প্রয়োজন হল কেন? রণবীরের থেকে কী ধার করেন তিনি?
সামনে আসছে প্রেমের দিন। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। জোরদার সেলিব্রেশনের পরিকল্পনা করেছেন দম্পতি। এর মধ্যেই একটি অ্যাওয়ার্ড সেরেমনিতে এসে দীপিকা বললেন রণবীরের থেকে তার ধার নেয়ার কথা।
বললেন, রণবীর একজন স্টাইল আইকন। দীপিকা রণবীরের বেশ ভক্ত। তাই মাঝে মধ্যেই রণবীরের থেকে টি শার্ট বা সোয়েট শার্ট ধার নিচ্ছেন দীপিকা। রণবীরের ওয়ার্ডরোবের প্রতি আমার একটা ভালবাসা রয়েইছে। এমনই বলেন ‘পদ্মাবত’ নায়িকা।
তবে রণবীর বললেন, শুধু দীপিকাই আমার জামাকাপড় নিয়ে পরে এটা কিন্তু নয়। দীপিকার বেশ কিছু সানগ্লাস আমিও প্রায়ই পরে থাকি। পাশাপাশি থাকলে দাম্পত্যে এ রকম উষ্ণতাই তো প্রত্যাশিত, বলছেন দীপবীরের অনুরাগীরা।
আগামী সপ্তাহেই মুক্তি পাবে রণবীরের ‘গাল্লি বয়’। ছবির প্রচারে ব্যস্ত নায়ক। তার ফাঁকেই সেরে ফেলেছেন ভ্যালেন্টাইনস ডে-র পরিকল্পনা। সাংবাদিকদের রণবীর বলেছেন, স্ত্রীকে নিয়ে নিজের ছবি দেখতে যাবেন রণবীর।
