বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

একই সঙ্গে ১২ চ্যানেলে তানভীর-সাবিলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

একই সঙ্গে ১২টি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে ছোটপর্দায় পরিচিত মুখ গোলাম কিবরিয়া তানভীর ও সাবিলা নুরকে। অসমাপ্ত গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘ছন্দ ছাড়া গান’ এ দেখা যাবে তাদের। সামিউর রশিদের পাঠানো গল্পে নাটকটি নির্মাণ করেছেন সাকিব ফাহাদ।

 

এ প্রসঙ্গে তানভীর বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে মাত্র একটি নাটকে কাজ করেছি। বিষয়টিকে এ অভিনেতা দর্শকদের জন্য দেখছেন সারপ্রাইজ হিসেবে। কারণ, ভালোবাসা দিবসে যতগুলো নাটক থাকে, তার মধ্যে বিশেষ আকর্ষণ থাকে ক্লোজআপ সিরিজের নাটকে। যেখানে প্রথমবার আমি কাজ করলাম। আমি মনে করি, এটা দর্শকদের জন্য অবশ্যই সারপ্রাইজ।  

টেলিভিশন পর্দায় ঈদের পর সবচেয়ে বড় নাট্যোৎসব জমে ভালোবাসা দিবসে। সেখানে ক্লোজআপ সিরিজের নাটক নিয়ে ব্যাপক আগ্রহ থাকে দর্শকদের মধ্যে। তাই গল্প নিয়ে খুব বেশি ধারণা দিলেন না অভিনেতা তানভীর। জানালেন, তিনি বিদেশ ফেরত একজন প্রতিষ্ঠিত যুবক, প্রীতম ব্লে-বয় এবং সাবিলা থাকে তার বন্ধু। 

 

তানভীর বলেন, একটি দুর্ঘটনায় মধ্যে সাবিলার সঙ্গে আমার দেখা হয়। আমি, প্রীতম ও সাবিলা নূর তিনজনই গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। বিশেষ করে এ নাটকে আমার চরিত্রটি গল্পের মেরুদণ্ড। অনেকগুলো কাজ না করে একটি কাজ করেছি। একেবারে ধরে ধরে নাটকটির শুটিং হয়েছে। নির্মাতা ফাহাদের সঙ্গে আমার একটি বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা রয়েছে। কাজটি দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলাম। দৃঢ় বিশ্বাস, নাটকটিও দর্শক দেখবেন।  

নির্মাতা সাকিব ফাহাদ জানান, তিনিও ‘ছন্দ ছাড়া গান’ দিয়ে প্রথমবার নাটক বানালেন। সে জন্য তার যত্নের কমতি ছিল না। ১৪ ফেব্রুয়ারি রাত ৮ টা ৩০ মিনিটে একযোগে দেশের ১২ টি টিভি চ্যানেলে ‘ছন্দ ছাড়া গান’ নাটকটি প্রচার হবে।