ইউটিউবে তাহসান-টিনার ‘শেষ দিন’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
মনে করো, কাল বলে কিছু নেই/ আজই সেই শেষ দিন/ যা বলার আছে বলে দাও/ জানোই তো, মনখুলে সব বলা কতো কঠিন/ মনে করো, আজই শেষ দিন...
এমনই কথার একটি গানে কণ্ঠ দিয়েছে দর্শকপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান এবং টিনা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘শেষ দিন’ শিরোনামের বিশেষ এই গানটি প্রকাশ হয়েছে বুধবার (১৩ ফেব্রুয়ারি), পহেলা ফাল্গুনের প্রথম সন্ধ্যায়। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হয়। জুলফিকার রাসেলের কথায় গানটির সুর করেছেন যৌথভাবে তাহসান ও সাজিদ সরকার। সংগীতায়োজনেও আছেন সাজিদ সরকার।
গানটির বক্তব্যধর্মী কথার সঙ্গে মিল রেখে তৈরি হয়েছে এর ভিডিও। রাজচিন্ময়ী’র পরিচালনায় ভিডিওটিতে মডেল হিসেবে দেখা রয়েছেন দুই শিল্পী তাহসান ও টিনা। মডেল হিসেবে আরো আছেন আকাশ ও নীলাঞ্জনা।
গানটি প্রসঙ্গে তাহসান বলেন, কথাগুলো অসাধারণ। এটাই এ গানের মূল শক্তি। এছাড়া সুর যেহেতু নিজে করেছি; তাই এ বিষয়ে কথা বলবো না। মিউজিক অ্যারেঞ্জমেন্টে সাজিদ বরাবরই ভালো করে। আমার সঙ্গে টিনাও গেয়েছেন দারুণ। বাকিটা শ্রোতারা বলবেন।
কণ্ঠশিল্পী টিনা বলেন, শাস্ত্রীয় সংগীত নিয়ে মূলত আমার পড়াশোনা। আমার প্রথম অ্যালবামে এর প্রভাব ছিল। এরপর থেকে আমি চাইছিলাম পরবর্তী গানগুলো অন্যরকম হোক। এই গানটিতে সেই চেষ্টা করা হয়েছে। সঙ্গে আছে তাহসান ভাইয়ের অসাধারণ গায়কি। ভিডিওটাও অনেক ভালো হয়েছে। এবার দর্শক-শ্রোতাদের মতামতের অপেক্ষায় রইলাম।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, বলা যায়- ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এটি আমাদের বড় প্রকল্প। সুর-সংগীত-গাওয়া ও ভিডিও, সবই সুন্দর হয়েছে। আশা করি আমাদের প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পাবো।
