হাসপাতালে শাবানা আজমি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
বলিউডের নন্দিত অভিনেত্রী শাবানা আজমি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, চিকিৎসা শেষে বাড়ি ফিরতে পারবেন এই অভিনয়শিল্পী।
শাবানা আজমি অবশ্য মজা করে গণমাধ্যমে বলছেন, এমনিতে তো অবসর মেলে না, এই সুযোগে একটু অবসর কাটানোর ফুরসত মিলল। একটু জোর করেই বিছানায় যেতে হচ্ছে।
মূলত এ অভিনেত্রী সর্দি কফ নিয়ে শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন। পরীক্ষা শেষে জানতে পারেন, তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে তাকে মুম্বাইয়েরর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশি ও নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী শাবানা আজমি। ‘অঙ্কুর’, ‘মৌসুম’, ‘আর্থ’, ‘নীরজা’ অবতর, মৌসুম, ‘মাকদি’সহ অসংখ্য বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি।
বর্তমানে তার মেয়ে জয়া আকতারের সিনেমা ‘গাল্লি বয়’ এ অভিনয় করেছেন আজমি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
