বিয়ের পিঁড়িতে অনিমেষ-ভাবনা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মধ্যে পরিচয় ঘটে ২০১৩ সালে ‘নয়টার সংবাদ’ নাটকের মাধ্যমে। এরপর দুজনের মধ্যে সম্পর্ক মধুর হয়। তাদের সম্পর্কের খবর মিডিয়ার সবারই জানা ছিল। এমনো শোনা গেছে তারা একই ছাদের নিচেও দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তবে বিয়ে নিয়ে ছিল ধুম্রজাল।
অবশেষে আজ ভালোবাসা দিবসে ভাবনা জানিয়ে দিলেন তার বিবাহ ভাবনা। আশনা হাবিব ভাবনা জানিয়েছেন, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, শিগগিরই বসবেন বিয়ের পিঁড়িতে। এ ব্যাপারে তিনি বলেন, বন্ধুত্বের সূত্র ধরেই আমাদের মাঝে ভালোবাসার জন্ম। এখন আমরা দুজন দুজনকে ভালোবাসি। শিগগিরই বিয়ে করতে যাচ্ছি।
এ দুজনের পরিচয় হলেও প্রেমের শুরুটা ‘ভয়ংকর সুন্দর’ ছবির শুটিং করতে গিয়ে। এই ছবির নায়িকা ছিলেন ভাবনা আর নির্মাতা অনিমেষ। এর আগে তারা শুধুই বন্ধু ছিলেন। নির্মাতা অনিমেষ তার এই ছবির প্রিমিয়ার শো করেছিলেন ভাবনার জন্মদিনে। বিষয়টি দারুণভাবে ভাবনাকে আকৃষ্ট করে। এরপর তারা একজন অন্যজনকে ভালোবাসার প্রস্তাব দেন চিঠির মাধ্যমে।
এদিকে ভাবনা অভিনয়ের বাহিরে লেখালেখির কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। গেল বছর বই মেলায় তার প্রথম উপন্যাস ‘গুলনেহার’ প্রকাশিত হয়। বইটি পাঠক মহলে বেশ সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় এবার বই মেলায় প্রকাশিত হয়েছে ভাবনার দ্বিতীয় উপন্যাস 'তারা'। ‘তাম্রলিপি’র ব্যানারে প্রকাশিত উপন্যাসটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।
