স্পর্শিয়াকে বিয়ে করলেন তারিক আনাম!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
বরেণ্য অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান এবং অভিনেত্রী নিমা রহমানের দাম্পত্য জীবন দীর্ঘদিনের। গেল ১৭ জানুয়ারি তাদের এক ছেলে আরিক আনাম খান (দীপ্র) বিয়ে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এগনেস র্যাচেল প্যারিস প্রিয়াংকাকে। দুই ধর্মমতে বিশ্বাসী এ দুজনের বিয়ে হয়েছে মুসলিম ও খ্রিস্টান রীতিতে।
তবে ছেলের পাশপাশি এই বয়সে এসে আবারো নাকি বিয়ে করেছেন তারিক আনাম খান। পাত্রী এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
হ্যাঁ, তারিক আনাম খান বিয়ে করছেন ঠিকই। তবে বাস্তবে নয়, পর্দায়। তারিক আনাম খান ও স্পর্শিয়া জুটি বেঁধে অভিনয় করছেন অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ নামের নতুন একটি ছবিতে। এই ছবির দৃশ্যেই স্পর্শিয়াকে বিয়ে করবেন তারিক আনাম খান।
এ ছবির বিষয়ে তারিক আনাম খান বলেন, এই ছবির মাধ্যমে দর্শক বাংলা চলচ্চিত্রে নতুন ধরনের গল্প পাবেন। নতুন ধরনের নির্মাণ পাবেন। অসমবয়সী প্রেমের গল্প বলা হলেও এটি আসলে জীবনবোধের গল্প, মানবিকতার গল্প, পরিবারের গল্প, একাকীত্বের গল্প। যে কোনো গল্পই ভিন্ন মাত্রা পায় যখন সেখানে একটি বার্তা থাকে। ‘আবার বসন্ত’ ছবির বার্তা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।
এদিকে ছবিটি নিয়ে স্পর্শিয়া বলেন, ছবিটি আমার অভিনয় জীবনের একটি বড় অর্জন হতে যাচ্ছে। তারিক আনাম খান নিজেই একটি প্রতিষ্ঠান। তার সামনে দাঁড়িয়ে অভিনয় করার জন্য সাহসের প্রয়োজন হয়। আমি নিশ্চিত, ‘আবার বসন্ত’ শুধু আমাদের জীবনে নয়, বাংলা সিনেমার দর্শকের জন্য নতুন কিছু যোগ করবে।
গেল ২ ডিসেম্বর থেকে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। ছবিটিতে জীবনমুখী গল্প ফুটে উঠবে। এতে তারিক আনাম খান, স্পর্শিয়া ছাড়া আরো অভিনয় করেছেন করভী মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, ইমতু প্রমুখ।
