বাবা-মায়ের শুভেচ্ছায় আব্রামের ভালোবাসা দিবস
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ভালোবাসা দিবস নিজেদের মতো করে উদযাপন করলেন অপু বিশ্বাস ও তার পুত্র আব্রাম খান জয়। আর সকালেই শাকিব খান ভিডিও কলে জয়ের সঙ্গে কথা বলেন ও তার সঙ্গে খেলায় মেতে উঠেন।
অন্যদিকে অপু বিশ্বাস এদিন উপলক্ষে লাল রঙের টি শার্ট কিনেছেন। মা-ছেলে দুজনই একই রঙের টি-শার্ট পরিধান করেন এবং কেক কেটে দিনটি শুরু করেন।
অপু বিশ্বাস ছেলেকে নিয়ে বেশকিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। আর সেখানে তার ভক্ত-শুভাকাঙ্খীরাও বিশেষ এ দিনে শুভেচ্ছা জানিয়েছেন।
অপু বিশ্বাস জানান, জয়ের স্কুলে ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন ছিল। আগে থেকেই পরিকল্পনা ছিল, আজ স্কুলে যাওয়ার সময় প্রত্যেক শিশুর মা ভিন্ন ভিন্ন ধরনের গিফট নিয়ে যাবেন। এরপর দিনটি উদযাপন করবেন তারা। সে রকমই দিনের শুরুটা জয়ের স্কুলেই কাটলো।
তিনি আরো জানান, স্কুলে যাওয়ার আগে জয় তার বাবাকে ভিডিও কলে হ্যাপি ভ্যালেন্টাইনস বলেছে। আর তার স্কুলের বন্ধুদের জন্য যে অনেকগুলো গিফট কিনেছে, সেগুলোও তার বাবাকে দেখিয়েছে।
এদিকে শাকিব-অপুপুত্র তিন বছরে পা দিয়েছে জয়। এ বছরই তাকে বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে (আইএসডি) ভর্তি করানো হয়েছে। সেখানে মায়ের সঙ্গে নিয়মিত স্কুলে যাচ্ছে জয়।
