‘অবশেষে ভালোবেসে’ বিয়ের পিঁড়িতে প্রীতম-মিথিলা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ভালোবাসা দিবসে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ ও অভিনেত্রী মিথিলা। ফেসবুক স্ট্যাটাসে দুটি ছবি দিয়ে প্রীতম আহমেদ জানিয়েছেন, ‘হুট করেই শুভদিনে শুভকাজটি সেরে ফেললাম। সময় সংকীর্ণতার কারণে সবাইকে জানাতে পারিনি। আমাদের জন্য দোয়া করবেন।’
ছবি দুটিতে দেখা যায়, বিয়ের পিঁড়িতে বসে আছেন প্রীতম ও মিথিলা। পাশে ছিলেন বর-কনের পাশে গুটিকয় মানুষ। যেমন, নির্মাতা ফরহাদ আহমেদ, কয়েকজন সহশিল্পী আর শুটিং ইউনিটের সদস্যরা। কারণ এ বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্যের দাবিতে। পহেলা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) শুটিং শুরু হলেও বিয়ের পর্বটি শেষ হলো বুধবার (১৪ ফেব্রুয়ারি)।
আর এ তথ্যগুলো জানালেন, ‘অবশেষে ভালোবেসে’ নামের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অতিথি অভিনেতা প্রীতম আহমেদ।
প্রীতম আহমেদ জানান, দু’দিন ধরে খুব কষ্টে আছি। কারণ অভিনয়টা খুব কষ্টের কাজ। এর চেয়ে গান করা-গাওয়া হাজার শান্তি। তবে আজ বিয়ের মঞ্চে বসার পর খানিক আরাম পেয়েছি! বউ-জামাই সেজে ভালই মজা করলাম আমি আর মিথিলা। পরিচালক, গল্পের স্ত্রী মিথিলা আর সহশিল্পীদের সহযোগিতায় অভিনয়ের চেষ্টা করছি। আশা করছি খুব খারাপ কিছু হবে না। কারণ, গল্পটা বেশ মজবুত।
মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং হচ্ছে। ‘অবশেষে ভালোবেসে’ নামের এ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। এটি প্রযোজনা করেছে আলফা আই। শিগগিরই ছবিটি মুক্তি পাবে ভিডিও শেয়ারিং সাইট বায়োস্কোপ অরিজিনাল-এ।
