বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

চির ধরেছে সম্পর্কে, গাড়ির মধ্যেই ঝগড়া আলিয়া-রণবীরের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

রণবীর-আলিয়ার সম্পর্কে চির ধরেছে। এ খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার ‘গলি বয়’ স্পেশাল স্ক্রিনিংয়ে সামনে চলে এল রণবীর-আলিয়ার সেই ঝগড়া। 

সিনেমা দেখে বের হয়ে গাড়ির মধ্যেই আলিয়ার সঙ্গে ঝগড়া করতে দেখা গেল রণবীরকে। ঘটনাটি পাপারাৎজি ক্যামেরাবন্দি হয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি।

 

বুধবার রাতে আলিয়া ও রণবীর সিং জুটির বহু চর্চিত ছবি ‘গলি বয়’ দেখতে গিয়েছিলেন রণবীর। সিনেমা দেখে যখন বের হলেন, তখন রণবীর-আলিয়া দুজনের মুখেই কোনো হাসি ছিল না। আলিয়াকে এক প্রকার কাঁদো কাঁদো মুখে লিফট থেকে বের হতে দেখা যায়। 

তারপর গাড়িতে ওঠার পর কোনো একটি বিষয় নিয়ে আলিয়ার সঙ্গে ঝগড়া করতে দেখা যায় রণবীরকে। আলিয়াকে অবশ্য সেই মুহূর্তে বিশেষ কথা বলতে দেখা যায়নি। তবে তারপর তাদের মধ্যে কী ঘটেছে, তা অবশ্য বোঝা যায়নি। কারণ ততক্ষণে গাড়িটা ওই জায়গা থেকে বের হয়ে যায়।