মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাহমুদউল্লাহ কি ‘মডেল’ হচ্ছেন!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠ মাতাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। আওয়ামী লীগের মনোনয়নে নড়াইল-২ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন দেশসেরা এই অধিনায়ক।

মাশরাফির অবর্তমানে জাতীয় দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে ভাবা হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। সিলেট থেকে ঢাকায় ফিরে মঙ্গলবার মিরপুরে অনুশীলন করে বাংলাদেশ দল। এদিন স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার বাসে ওঠার সময় ক্যামরার সামনে ‘মডেল’র ভঙ্গিতে পোজ দেন রিয়াদ।

ক্যামেরার সামনে বাংলাদেশ দলের এই অলরাউন্ডারের মডেলের ভঙ্গিতে পোজ দেন। তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই গুঞ্জন রটেছে। অনেকে বলাবলি করছেন, মাহমুদউল্লাহ রিয়াদ কি তাহলে মডেল হচ্ছেন?

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম ক্রিকেট খেলার পাশাপাশি নাটকে অভিনয় করছেন। মাহমুদউল্লাহ রিয়াদও নাটকে অভিনয় করছেন এমন গুঞ্জন আছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন লেখেন, ‘আর কিছু ‍দিনের মধ্যেই শুভমুক্তি পাবে একটি নাটক।যেখানে অভিনয় করেছেন মাহমুদউল্লাহ।’

উল্লেখ্য,ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ দল।টেস্ট এবং ওয়ানডে সিরিজে জয় পাওয়া টাইগাররা, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় সিলেটে হেরে যায়। আগামী বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলে দেশের বিমানে উঠবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।