সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাসেবা চালু, তবে...
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
আগুন নিয়ন্ত্রণে আসার পর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসাসেবা রাতেই ফের চালু হয়েছে। তবে বাদ রয়েছে ঘটনাস্থল তৃতীয় তলার কয়েকটি ওয়ার্ড।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল চালুর বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
এর আগে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ২০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল তৃতীয় তলার কয়েকটি ওয়ার্ড বাদে অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাসেবা রাতেই চালু হচ্ছে। এরইমধ্যে জরুরি বিভাগ খুলে দেয়া হয়েছে। হাসপাতালের মাঠে অবস্থান করা রোগীদের ভবনে তোলা হয়েছে।
তিনি বলেন, আগুন লাগার পর এ হাসপাতাল থেকে যে ১১শ’র মতো রোগীকে আশপাশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তারা চাইলে এখন হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারেন। আর যদি তারা সেখানে থেকেই চিকিৎসা নিতে চান তাও পারেন। আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
