বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

গর্ভপাত রুখতে কৃত্রিম গর্ভফুল তৈরিতে সফল বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

ব্রিটেনের একদল বিজ্ঞানী কৃত্রিম মানব গর্ভফুল তৈরিতে সফল হয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, গর্ভপাতের সমস্যা এড়াতে কৃত্রিম টিস্যুর মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞানীরা জানান, গভীরভাবে খতিয়ে দেখেতে গর্ভকালীন সময়ে গর্ভফুলের আগের অবস্থা সম্পর্কে পর্যালোচনা করা হবে। ভ্রূণ বেড়ে উঠতে গর্ভফুল অক্সিজেনসহ সব ধরনের প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে। ভ্রূণ সঠিকভাবে বিকশিত না হলে গর্ভপাত হবে। বা প্রতিবন্ধী হয়ে শিশু জন্ম নিতে পারে।

 

ক্যামব্রিজের এক দল বিজ্ঞানীর এ সর্বশেষ গবেষণা কার্যক্রম জার্নাল ন্যাচারে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানী দলটি ৩০ বছর আগে কৃত্রিম গর্ভফুল তৈরির কাজ শুরু করেছিলেন। সূত্র : ডেকানক্রনিকল