শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

শান্তিনগরের জালে ব্যাচেলর্সের ১০ গোল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

প্রথম বিভাগ হকি লিগে ষষ্ঠ জয় পেয়েছে ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে তারা ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে। এ জয়ে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে তারা।

ব্যাসেলর্সের ১০ গোলের হ্যাটট্রিকসহ চারটি গোল করেছেন মেহেরুজ্জামান। তিন গোল করেছেন হারভির সিং, দুটি করেছেন মো. শামিম ও একটি মো. রিপন। ৯ ম্যাচে শান্তিনগর এসসির এটি সপ্তম হার। ৪ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের দশম স্থানে।

দিনের অন্য ম্যাচে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে হারিয়েছে শিশু কিশোর সংঘকে। গোল করেছেন শিভনার্থ দাস, মেহেদী হাসান, শিবু দাস ও জুয়েল হোসেন। এ জয়ে কম্বাইন্ড এসসি ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। সমান ম্যাচে চতুর্থ হারে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শিশুকিশোর সংঘ।