নির্ঝরের গানে শিমুল মুস্তাফা ও প্রিয়াংকা গোপ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে এলেন এনামুল করিম নির্ঝর। তার কথা ও সুরে গান ও আবৃত্তিতে প্রকাশিত হতে যাচ্ছে ভালোবাসা দিবসের একটি বিশেষ গান।
অটমনাল মুন এর সংগীতায়োজনে ‘ক্লান্ত কথার পিঠে’ শিরোনামের গানটিতে প্রথমবারের মতো একসাথে কন্ঠ মিলিয়েছেন শিমুল মুস্তাফা ও সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ।
গানশালা প্রযোজিত গানটির ভিডিওতেও অংশ নিয়েছেন তারা দু’জন। এর ভিডিওটির নির্মাণ সমন্বয় করেছেন অনন্তি সিরাজুম।
গানটি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‘যেহেতু চেষ্টা করছি সবসময় নতুন কিছু করার, তাতেই আরেকটি মাত্রা যুক্ত করা। এবার বাচিক শিল্পী, গানের মানুষ এক হলেন, এমন একটা দিবসে গানটা মুক্তি পাচ্ছে যেদিন ভালোবাসা দিবস, অনেক আবেগ।
গানটি নির্মাণেও কয়েকটি প্রজন্ম যুক্ত আছে। সবগুলি মানুষকে এক করে কিছু একটা করা। কন্টেন্টটা কি তার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো এর প্রক্রিয়াটা। সে প্রক্রিয়া হিসেবে আরেকটা নতুন কিছু করার চেষ্টা করলাম। তার প্রথম ফল হলো এটি।’
তিনি আরও বলেন, ‘গানটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে, যার ভেতরে কিছু অংশ ছিলো সুর করা কিছু অংশ ছিলো বয়ান। বয়ান ও সুরের সমন্বয়ে গানটি তৈরি করা হয়েছে।’
গানশালা জানায়, ১৪ ফেব্রুয়ারি এক নির্ঝর কোলাবরেশন্স (ই কে এন সি) এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
