সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী শাবানা আজমি। তবে চিকিৎসকরা জানিয়েছেন এখন ঝুঁকিমুক্ত এই জনপ্রিয় অভিনেত্রী। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে। নিয়মিত ডাক্তারি পরীক্ষা করাতে হাসপাতালে গিয়ে শাবানা আজমি জানতে পারেন, তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত।
চিকিৎসকের পরামর্শে বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। শাবানা আজমি বলেন, ‘বিছানায় শুয়ে-বসে সময় কাটানোর সুযোগই পাই না। ফ্লুতে আক্রান্ত হয়ে একটু জোর করেই বিছানায় যেতে হচ্ছে।’