অ্যালিস্টার কুক ‘স্যার’ উপাধি পাচ্ছেন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার
যুক্তরাজ্যের রানীর দেয়া অন্যতম সেরা সম্মান ‘নাইটহুড’ পাচ্ছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক আগামীতে পরিচিত হবেন ‘স্যার অ্যালিস্টার কুক’ নামে। দ্য টাইমসের খবর অনুযায়ী আসন্ন বড়দিনে ৩৪ বছরে পা দেবেন অবসর নেয়া কুক।
নতুন বছরের উৎসবে তাকে এই সম্মাননা দেয়ার কথা। তেমনটি হলে স্যার ইয়ান বোথামের পর দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে নাইট উপাধি পাবেন তিনি। বোথাম পেয়েছিলেন ২০০৭ সালে। সব মিলিয়ে কুক দশম ক্রিকেটার হিসেবে এ সম্মাননা পাবেন।
টেস্টে ইংল্যান্ডের মর্যাদার প্রতীক হয়ে থাকা কুক ১৬১ টেস্টে করেছেন ১২ হাজার ৪৭২ রান। ১২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একবারই টেস্ট মিস করেছেন ২০০৬ সালে। এই সময়ে ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন পাঁচ বছর। সাফল্যে মোড়া এই সময়টায় ৫৯ টেস্টে অধিনায়কত্ব করে ঘরের মাঠে অ্যাশেজ জিতেছেন দু’বার।
