বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোটগ্রহণ ২৪ মার্চ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দেশের ১২৭টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তৃতীয় ধাপে আরও ১২৭ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।

 এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ এবং বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।