মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

পেইনের অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

অ্যাডিলেডে হারের পর পার্থে দারুণভাবে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। মঙ্গলবার পার্থ টেস্টে ভারতকে ১৪৬ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বহুল আলোচিত সেই বল টেস্পারিং-কাণ্ডের পর এটিই অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়। ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল অগের দিনই।

চতুর্থ ইনিংসে ২৮৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ১১২ রান তুলতেই পাঁচ উইকেট খুইয়ে চতুর্থদিন শেষ করেছিল ভারত। কাল শেষদিনে মাত্র ১৫ ওভারেই ভারতের লেজ গুটিয়ে দিয়ে ম্যাচ শেষ করে দেয় অস্ট্রেলিয়া। শেষদিনে সামান্য লড়াইও করতে পারেনি বিরাট কোহলির দল। মাত্র ২১ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ১৪০ রানে গুটিয়ে যায় ভারত।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হনুমা বিহারি ও ঋষভ পন্তের জুটি ভাঙার পর আর এগোতে পারেনি অতিথিরা। বিহারিকে ফিরিয়ে জুটি ভাঙেন মিচেল স্টার্ক। এরপর পন্তকে থামান নাথান লায়ন। জোড়া ছোবলে শেষটা টানেন প্যাট কামিন্স। তিন রানে পড়ে শেষ চার উইকেট। শেষ তিন ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতা।

দ্বিতীয় ইনিংসে লায়ন ও স্টার্ক নিয়েছেন তিনটি করে উইকেট। পার্থের গতিময় ও বাউন্সি উইকেটে দুর্দন্ত অফ-স্পিনের প্রদর্শনীতে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়ে ম্যাচসেরা লায়ন। প্রায় ১০ মাস ও ছয় টেস্ট পর অস্ট্রেলিয়ার দুর্দান্ত এ জয়ের নায়ক লায়নই। তার স্পিন ভেলকিতেই অধিনায়ক হিসেবে পঞ্চম টেস্টে এসে প্রথম জয়ের স্বাদ পেলেন টিম পেইন। নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধীনেও এটি অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়।

বল টেম্পারিং-কাণ্ডে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর অস্ট্রেলিয়ার নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল পেইনের হাতে। এরপর কঠিন এক সময় পার করে সাদা পোশাকে আরাধ্য জয় মুঠোবন্দি করতে পেরে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন পেইন, ‘ব্যক্তিগতভাবে সত্যিই আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। অনেক কঠিন পরিশ্রমের পুরস্কার এই জয়। সিরিজের প্রথম দুটি টেস্টই ভীষণ কঠিন ছিল। আমাদের দলে কিছু অনভিজ্ঞ খেলোয়াড় আছে। বিশ্বের সেরা টেস্ট দলের বিপক্ষে এমন একটি জয় তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।’

পার্থ টেস্টে ভারত অধিনায়ক কোহলির সঙ্গে দু’বার বাকযুদ্ধে জড়ালেও পেইনের দাবি, দু’জনের কেউই সীমা অতিক্রম করেননি। কোহলিও বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছেন। বিশেষজ্ঞ স্পিনার বাদ দিয়ে চার পেসার খেলোনোর সিদ্ধান্তকেও সঠিক মনে করছেন কোহলি। জানিয়েছেন, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে ভারত।

আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে মেলবোর্নে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। বাকি দুই ম্যাচের জন্য কাল অপরিবর্তিত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।