মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শেষ দুই টেস্টে অপরিবর্তিত অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

শেষ দুই টেস্টের জন্য অপরিবর্তিত স্কোয়াড রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। পার্থে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। তাই ১৩ সদস্যের এই দল নিয়েই সিরিজ চালিয়ে যাওয়ার পক্ষে অসি টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হনসও জানালেন তেমন কথা, ‘পার্থে আমরা যা করে দেখিয়েছি তার মোমেন্টাম ধরে রাখতে এই দলটাকেই প্রয়োজন।’

 

অন্যদিকে পরিবর্তনের পথে হেঁটেছে ভারত। তারা দলে ফিরিয়েছে হার্দিক পান্ডিয়াকে। চোট কাটিয়ে ফিরে দারুণ ফর্মে থাকায় তাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া। এশিয়া কাপে পিঠের চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। অন্যদিকে চোট পেয়ে ছিটকে গেছেন পৃথী শ। তার বদলে দলে ফিরেছেন মায়াঙ্ক আগারওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি টেস্ট স্কোয়াডে ছিলেন মায়াঙ্ক।

অস্ট্রেলিয়া টেস্ট দল : টিম পেইন (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্র্যাভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজলউড, মিচেল মার্শ ও পিটার সিডল। ভারত টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিংকা রাহানে, হনুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ পন্ত, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল।