বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভালোবাসা দিবসে ওবায়দুল কাদেরের শুভেচ্ছা 

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বসন্তের দ্বিতীয় দিনে ফাগুনের আগুন রঙ নিয়ে হাজির ভালোবাসার দিন। আজ বিশ্বজুড়ে উদ্‌যাপিত হচ্ছে ‘ভ্যালেন্টাইনস ডে’ বা ‘ভালোবাসা দিবস’। প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, স্বামী-স্ত্রী, মা-সন্তান, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এদিনে একে অন্যকে তাদের ভালোবাসা জানায়। তাই সকলের মতোই ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে ভুলেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার সকালে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করে এ শুভেচ্ছা জানান তিনি। 

ছবিগুলোতে দেখা যায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার মন্ত্রনালয়ের অফিসে বসে কাজ করছেন। তার টাই এবং বুক পকেটে থাকা রুমালটিতে রয়েছে ভালোবাসা দিবসের ছোঁয়া। অর্থাৎ দুটোই লাল রঙের। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন 'হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ১৪-০২-১৯' । 
 
তিনি এটি পোস্ট করার এক ঘণ্টার মধ্যে এটিতে প্রায় সাড়ে সাত হাজার লাইক এবং ৮৮২টি কমেন্ট পড়ে। শেয়ার হয় ৫২৩ বার।