মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বৃষ্টিতে ভেসে গেল প্রথমদিনের খেলা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের প্রথমদিনের খেলা বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট লিগের এই রাউন্ডে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মাঠে নামার কথা ছিল দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের। কিন্তু ম্যাচ শুরু হওয়া তো দূরের কথা, টসই হয়নি দুই ম্যাচেই। বিসিএলে আগের চার রাউন্ডে একটি করে জয় ও হার এবং দুটিতে ড্র করে ১৭.৯৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মধ্যাঞ্চল।

সমান ম্যাচ থেকে ১৭.৬৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে দক্ষিণাঞ্চল। তৃতীয় রাউন্ড পর্যন্ত তারা ছিল সবার তলানিতে। এছাড়া এখনও কোনো ম্যাচে জয় না পাওয়া পূর্বাঞ্চল ১৪.৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ১৪.১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উত্তরাঞ্চল।