ধবলধোলাই এড়ালো ইংল্যান্ড
ডেস্ক নিউজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ওয়েস্ট ইন্ডিজ ১৯২৮ সালে ইংল্যান্ডকে তিন টেস্টের সিরিজে ধবলধোলাই করে। এরপর আরও তিনবার সুযোগ পেয়েছে তারা। কিন্তু ব্লাকওয়াশ করার সংখ্যাটা দুইয়ে নিয়ে যেতে পারিনি। এর আগে ১৯৩৩ সালে ২-০ ব্যবধানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। আর ১৯৬৯ সালে উইন্ডিজ ট্রফিতে সুযোগ পেয়েও ২-০ ব্যবধানে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এবারও সুযোগ ছিল ইংলিশদের হোয়াইটওয়াশ করার। কিন্তু শেষ ম্যাচে জিতে ২-১ ব্যবধানে হারল জো রুটের দল। বাঁচাল সম্মান।
তৃতীয় দিনেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। জো রুটের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩২৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা ইংল্যান্ড লিড পায় ৪৪৮ রানের। চতুর্থ দিনের শুরুতে রুট আউট হতেই ৩৬১ রানে ইনিংস ছেড়ে দেয় ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজের তাদের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪৮৫ রানের লক্ষ্য পায়। ওই রান তাড়া করে তো জেতা সম্ভব নয়। আবার সামনে প্রায় দু'দিন থাকায় ব্যাট করাও অসম্ভব ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য। পারেওনি তারা। ২৫২ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। সেইন্ট লুসিয়া টেস্ট ইংল্যান্ড জয় পায় ২৩২ রানে।
শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ ছাড়া কেউ ব্যাট তুলতে পারেননি। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন তিনি। অপরাজিত থাকেন ১০২ রানে। ডাওরিচ, হেটমায়ার, রোচ, জোসেফ কেউই চেজকে সঙ্গ দিতে পারেননি।
উইন্ডিজের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার এ ম্যাচে ছিলেন না। ক্রেইগ ব্রাফেট ছিলেন দলের নেতৃত্বে। বাংলাদেশের পর ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে নেতৃত্ব দিয়ে হার দেখলেন তিনি। ইংল্যান্ডের হয়ে বল হাতে দারুণ করেন স্পিনার মঈন আলী। তিন উইকেট নেন তিনি। এছাড়া জেমি অ্যান্ডারসনও নেন তিনটি উইকেট। আর প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে উইন্ডিজকে চাপে ফেলে দেন মার্ক উড।
