আইডিয়া দিলেই সরকারি চাকরিজীবীরা পাবেন টাকা
ডেস্ক নিউজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
সৃজনশীল আইডিয়া বা পরিকল্পনা দিয়ে আর্থিক পুরস্কারসহ নানা সুবিধা ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। এ জন্য আইডিয়া ব্যাংকের নামে একটি কার্যক্রম শুরু করেছে সরকার।
উন্নয়নের ধারাকে আরো গতিশীল ও টেকসই করতে সরকারি কর্মচারীদের গতানুগতিক কাজের বাইরে নিয়ে আসতে চায় সরকার। এজন্য তৈরি করা হয়েছে আইডিয়া ব্যাংক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। এর অংশ হিসেবে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে পরিকল্পনা মন্ত্রণালয়।
সরকারি কর্মচারীদের গতানুগতিক কাজের বাইরে এসে নতুন নতুন চিন্তা বা আইডিয়াকে উৎসাহ দেয়া হচ্ছে। এক্ষেত্রে নিজ নিজ কর্মক্ষেত্রে যারা সৃজনশীল আইডিয়া জমা দেবেন সেগুলো যাচাই-বাছাই করে ভালো মনে হলে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার। তাছাড়া যাদের আইডিয়া নির্বাচিত হবে তাদের আর্থিক পুরস্কারসহ ক্রেস্ট ও সনদ দেয়ার ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে দেশ ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। এছাড়া থাকবে বিদেশে শিক্ষা সফরের ব্যবস্থাও। স্বীকৃতি বা প্রণোদনা বিষয়ে বলা হয়েছে- উদ্ভাবকদের প্রশংসাসূচক উপানুষ্ঠানিকপত্র, সনদপত্র, ক্রেস্ট, পুরস্কার প্রদান, উদ্ভাবকদের দেশে ও বিদেশে শিক্ষা সফর, প্রশিক্ষণ, নলেজ শেয়ারিং প্রোগ্রামে পাঠানো ইত্যাদি সুযোগ থাকবে।
