শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

শতরানের উদ্বোধনী জুটি ভাঙলেন মিরাজ

ডেস্ক নিউজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

নেপিয়ারের ম্যাকলিন পার্কে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয়েই পথেই ছুটছে নিউজিল্যান্ড। বাংলাদেশের করা ২৩২ রানের জবাবে উদ্বোধনী জুটিতেই শতরান করে ফেলেন দুই ওপেনার মার্টিন গাপটিল এবং হেনরি নিকলস।

তবে ইনিংসের ২৩তম ওভারে হেনরি নিকলসকে সরাসরি বোল্ড করে দিয়ে উইকেট মেইডেন নেন মেহেদি হাসান মিরাজ। তার এই উইকেটের ফলে নিজেদের বোলিং ইনিংসে খানিক উদযাপনের উপলক্ষ পায় বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১১০ রান। নিজের ফিফটি তুলে ৫০ রানে ব্যাট করছেন গাপটিল। অধিনায়ক উইলিয়ামসন খেলছেন ৫ রানে।

লক্ষ্যটা খুব বেশি বড় নয় শুরু থেকেই ধীরে সুস্থে খেলতে থাকেন দুই কিউই ওপেনার। মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ সাঈফউদ্দীন কিংবা মোস্তাফিজুর রহমান- কারো বিপক্ষেই কোনো তাড়াহুড়ো করেননি গাপটিল-নিকলস।

দেখেশুনে খেলে ইনিংসের ১৩ ওভারে দলীয় পঞ্চাশ এবং ২১তম ওভারে শতক পূরণ করেন দুই ওপেনার। দুজনই এগুচ্ছিলেন নিজেদের ফিফটির পথে। শুরুতে গাপটিল দ্রুত রান তুললেও আগে পঞ্চাশ করেন নিকলস।

তবে পঞ্চাশের পর তাকে বেশিদূর যেতে দেননি মিরাজ। সরাসরি বোল্ড করে থামিয়ে দেন নিকলসের ৮০ বলে ৫ চারের মারে ৫৩ রানের ইনিংস।