প্রযুক্তিকে ব্যবহার করতে হবে মানুষের কল্যাণে: ড. অনুপম সেন
ডেস্ক নিউজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে এগিয়ে নিতে হবে। মানুষের কল্যাণে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। কিছু কিছু প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আণবিক বোমা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরকে ধ্বংস করে দিয়েছিল।
প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৩৫তম ব্যাচের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন এসব কথা বলেন।
প্রবর্তক মোড়ে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশল অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তৌফিক সাঈদ।
উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা তোমাদের জন্য বিজ্ঞানের জগত, প্রযুক্তির জগত উন্মুক্ত করে দেবেন।
আজকের বিশ্বকে বিজ্ঞানের বিশ্ব উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানের কল্যাণে সুদূর অতীত থেকে নানা কিছু আবিষ্কার হচ্ছে। বিদ্যুৎ, কম্পিউটার, মোবাইল প্রভৃতি বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার। এসব আবিষ্কার প্রযুক্তির মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। এখন কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কারের পথে বিজ্ঞানীরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আকরামুল কবির খান ও তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক।
উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা শিরিণ চৌধুরী, রোকন উদ্দিন ওসমানী, কিংশুক ধর, মিনহাজ হোসাইন ও আশিক কামাল প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীরা তাদের প্রথম দিনের ক্যাম্পাস অনুভূতি ব্যক্ত করেন।
