আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন শুক্রবার
ডেস্ক নিউজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
রাজধানীর মহাখালীতে মসজিদে গাউসুল আযম কমপ্লেক্সে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) পিএইচপি কোরআনের আলো ও বাংলাদেশ ক্বারী সমিতির যৌথ উদ্যোগে ২য় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বজলুল হক হারুন এমপি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে মিসর, তানজানিয়া, ভারত, ইরান, লন্ডন, ইন্দোনেশিয়াসহ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের খ্যাতিসম্পন্ন ক্বারীরা তেলাওয়াত করবেন।
