বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

মেয়ে সৌন্দর্যের সঙ্গীতের অনুষ্ঠানে জমিয়ে নাচলেন রজনীকান্ত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

দক্ষিণী তারকা রজনীকান্তের ছোট মেয়ে সৌন্দর্যের মেয়ের বিয়ে বলে কথা। তাই আড়ম্বর যে হবে সেটাই স্বাভাবিক। ২০১৯-এ তাই আরও একটা গর্জিয়াস বিয়ের সাক্ষী হতে চলেছেন চলচ্চিত্র জগৎ নিয়ে উৎসুক ব্যক্তিরা।

 

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সোমবার হল সৌন্দর্যের বিয়ের অনুষ্ঠান। তবে তার আগে রোববার ছিল সৌন্দর্যের মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌন্দর্যের বাবা রজনীকান্ত, ছেলে ( প্রথম পক্ষে স্বামী অশ্বিন ও তার সন্তান) এবং দ্বিতীয় পক্ষের হবু বর বিশাগণ ভানাঙ্গামুদি ও তার পরিবার। পাশাপাশি উপস্থিত ছিলেন বর ও কন্যা পক্ষের আত্মীয় ও বন্ধু-বান্ধবরা।

 

মেয়ে সৌন্দর্যর সঙ্গীতের অনুষ্ঠানে জমিয়ে নাচতে দেখা গেল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। তার নিজেরই তামিল ছবি 'মুথু'-র গান অরুভান অরুভান মুদাল্লাল গানের সঙ্গে নাচতে দেখা যায় থালাইভা রজনীকান্তকে।

 

 

প্রসঙ্গত, রজনীকান্তের ছোট মেয়ে সৌন্দর্য তার ক্যারিয়ার শুরু করেন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। বহু খ্যতনামা দক্ষিণী ছবিতে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করেছেন সৌন্দর্য। অন্যদিকে সৌন্দর্যের হবু বর বিশাগণ ভানাঙ্গামুদি অ্যাপেক্স ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের মালিক এস এস ভানাঙ্গামুদিরর ছেলে। ২০১৮ সালে তামিল ছবির মাধ্যমে বিশাগণ ভানাঙ্গামুদি তার অভিনয় জীবন শুরু করেন। এই বিয়েটি সৌন্দর্য ও বিশাগণ ভানাঙ্গামুদির উভয়েরই দ্বিতীয় বিয়ে। ২০১০ সালে সৌন্দর্য বিয়ে করেছিলেন শিল্পপতি অশ্বিন রামকুমারকে। ২০১৬ সালে সৌন্দর্য বিবাহ-বিচ্ছেদের আবেদন করেন। অশ্বিন ও সৌন্দর্যের এক ছেলেও রয়েছে, যে সৌন্দর্যের সঙ্গেই থাকে। অন্যদিকে বিশাগণ ভানাঙ্গামুদি প্রথমবার এক ম্যাগাজিনের এডিটর কণিকা কুমারণকে বিয়ে করেন। পরে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়।