বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শীতে উষ্ণতা বাড়িয়ে হট ফ্যাশনে প্রিয়াঙ্কা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

শীত যাই যাই করেও থেকে যাচ্ছে। তবে শীত মানেই কিন্তু আপদমস্তক নিজেকে মুড়ে ফেলা নয়। এই শীতেও নিজেকে ফ্যাশনাবেল রাখতে জানেন টালিউডের তারকারা। তাদের মধ্যে প্রিয়াঙ্কার কাছে শীত একটু বেশি প্রিয়, কারণ শীতেই তার জন্মদিন। তাই শীতকালেই কেতাদুরস্ত পোশাকে নিজেকে সাজালেন প্রিয়াঙ্কা সরকার। এই শীতে কিছুটা উষ্ণতা বাড়িয়ে দিল তার এই ছবি।

 

এবেলা পত্রিকার খবরে বলা হয়, উষ্ণ আবেদনে প্রিয়াঙ্কা।

সাহসিনী প্রিয়াঙ্কা।

বালি, বিকিনি আর সুন্দরী।

হট প্যান্টে হট নায়িকা।

স্বল্প শীতে মোহময়ী প্রিয়াঙ্কা।

কালো গোলাপের আদরে মোড়া সুন্দরী।

ডেনিমের সাজে প্রিয়াঙ্কা।