বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাত্রির যাত্রীতে ‘আমি সুন্দরী নারী’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটি। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এই চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে পুরোদমে চলছে প্রচার-প্রচারণা। ‘রাত্রির যাত্রী’ চলমান গৎবাঁধা চলচ্চিত্রের ভিড়ে দর্শকদের একটি নতুন স্বাদ দেবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন পরিচালক। 

 

মৌসুমী ও আনিসুর রহমান মিলন জুটির এ সিনেমাতে মৌসুমীকে এক নতুন রূপে দেখতে পাবেন দর্শকরা। ছবিতে নায়িকা আছেন কিন্তু নায়ক নেই। তবু প্রেম আছে, সে প্রেমে ভাঙনের গল্পও আছে। অবশ্য ছবিটার মূল কাহিনি অসম প্রেম বিচ্ছেদের শিকার এক নারীর শহর ভ্রমণের তিক্ত এবং বৈচিত্রময় অভিজ্ঞতা নিয়েই। এতে ভীন্ন স্বাদ দিতে রয়েছেন নায়লা নাঈম।

 

এই গল্পে মূল চরিত্র মৌসুমীকে দেখা যাবে ফাতেমা পারভিন ময়না-এর নাম ভূমিকায়। একটি মেয়ের জার্নির নানা বৈচিত্র্যপূর্ণ গল্প ফুটে উঠবে নতুন জুটির এ সিনেমাটিতে। এ নিয়ে বেশ আশাবাদী পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

 

এ ছবিতে আরো অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, সালাহউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, সম্রাট, মারজুক রাসেল, সোনিয়া হোসাইন, শিমুল খান, অরুণা বিশ্বাস, রেবেকা পারভীন, নায়লা নাঈম, সাদিয়া আফরিন, জিয়া তালুকদার, আনান জামান, তানিয়া ইসলাম রিতু প্রমুখ।

 

ছবিটির একটি আইটেম গানে দেখা যাবে সময়ের আলোচিত মডেল ও আইটেম কন্যা নায়লা নাঈমকে। মুশফিক লিটনের সুর-সংগীতে ‘আমি সুন্দরী নারী’ শিরোনামের এই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন আমেরিকা প্রবাসী রুবাইয়াত জাহান। এর সুর ও সংগীতায়োজন করেছেন মুম্বাইয়ের রাজা কাশিষ। গায়িকা লেমিসের কণ্ঠে আরো একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সাদিয়া আফরিনকে।